বাংলা নিউজ >
দেখতেই হবে > Sourav-Darshana Wedding: ভিন্টেজ রোলস রয়েসে চড়ে শ্বশুরবাড়ি এলেন দর্শনা, ভাতকাপড়ের অনুষ্ঠানে বউকে প্রণাম সৌরভের
Sourav-Darshana Wedding: ভিন্টেজ রোলস রয়েসে চড়ে শ্বশুরবাড়ি এলেন দর্শনা, ভাতকাপড়ের অনুষ্ঠানে বউকে প্রণাম সৌরভের
Updated: 18 Dec 2023, 05:55 PM IST Ranita Goswami শনিবার নিয়ম মেনেই হল বিদায় পর্ব। যদিও বউকে মন খারাপ করার কোনও সুযোগই দিলেন না সৌরভ। একেবারে রাজকীয় কায়দায় নিয়ে এলেন নিজের বাড়িতে। বউকে আনতে ভাড়া করা হয়েছিল ভিন্টেজ রোলস রয়েস। হুডখোলা গাড়িটিকে সাজানো হয়েছিল নানা রঙের ফুলে। দেখা যাচ্ছে কলকাতার রাস্তা দিয়ে ছুটছে সাদা রঙের সেই পক্ষীরাজ রোলস রয়েস। আর তাতে বসে আছেন সৌরভ-দর্শনা।