Updated: 02 Feb 2020, 06:05 PM IST
HT Bangla Correspondent
গৌরী খান শুধু শাহরুখ খান পত্নী নন, দেশের অন্যতম সফ... more
গৌরী খান শুধু শাহরুখ খান পত্নী নন, দেশের অন্যতম সফল ইন্টিরিয়ার ডিজাইনার গৌরী। শনিবার মুম্বইয়ে নিজের স্টোরে এক গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন বাদশার বেগম। সেখানেই একসঙ্গে লেন্সবন্দী হলেন শাহরুখ-গৌরী। এদিন স্বামী-স্ত্রীর রসায়ন চোখ টানল সকলের। এদিনের পার্টিতে শাহরুখের দেখা মিলল সাদা-কালো স্যুটে, অ্যদিকে লাল গাউনে গর্জাস গৌরী খান। এদিন গৌরীর গ্র্যান্ড পার্টিতে সামিল হলেন সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহর, অনন্যা পাণ্ডে, সুজান খানরা।