বাংলা নিউজ >
দেখতেই হবে > Kejriwal First Reaction after Bail Video: 'আমি বলেছিলাম না...' জামিনে জেল থেকে বেরিয়ে কেজরির প্রথম প্রতিক্রিয়া কী ছিল?
Kejriwal First Reaction after Bail Video: 'আমি বলেছিলাম না...' জামিনে জেল থেকে বেরিয়ে কেজরির প্রথম প্রতিক্রিয়া কী ছিল?
Updated: 10 May 2024, 11:11 PM IST Sritama Mitra শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২৩ দিনের জন্য জামিনে জেল থেকে বের হন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন দিল্লির রাজপথে রাজকীয়ভাবে তাঁকে নিয়ে যাওয়া হয়। দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হয়। তখনই তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, দেশকে একনায়কতন্ত্রের হাত থেকে রক্ষা করতে হবে।