'চরিত্রের রহস্যই হচ্ছে চমক', 'বিনিসুতোয়' দেখে আর কী বললেন RJ Manali?
চরিত্রের রহস্যের সমাধান করতে করতেই শেষ হবে 'বিনিসুতোয়'। যে সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। সঙ্গে জমিয়ে দিলেন অন্য অভিনেতা-অভিনেত্রীরাও। তবে জয়া আহসানের অভিনয় কিছুটা হতাশ করবে। সার্বিকভাবে কেমন হল সেই সিনেমা? জানালেন Fever 104 FM-এর RJ Manali. জেনে নিন রিভিউ -