লাদাখে শহিদ রাজেশ ওরাংয়ের সমাধিতে রাখি পরিয়ে এলেন বোন
রাখির জন্য প্রতি বছর বীরভূমে আসতেন দাদা। যাবতীয় রীতি মেনে রাখি পরিয়ে দিতেন বোন। কিন্তু গত বছরের একটা রাত পালটে দিয়েছে সবকিছু। গত বছর লাদাখ সীমান্তে গালওয়ান সীমান্তে প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনার জওয়ান রাজেশ ওরাং। এবার দাদা না এলেও শহিদ জওয়ানের সমাধিস্থলে গিয়ে রাখি পরিয়ে আসেন বোন শকুন্তলা ওরাং। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -