এই ঘটনা বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রামের। সেখানে বুধবার আধার লিঙ্ক করিয়ে একটি মেশিনে বিনামূল্যে এলইডি বাল্ব দেওয়া ঘটনা ঘটেছে। এলাকার বহু বাসিন্দার থেকে আধার নম্বর নিয়ে এই কর্মকাণ্ড চালাতে ২জন যুবক গ্রামে আসেন বলে দাবি। তাঁরা বিনামূল্যে সার দেওয়ারও প্রতিশ্রুতি দেন বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। এদিকে প্রত্যেককে একটি করে বাল্ব দেওয়া হয়। সেই ঘটনা নিয়েও সন্দেহ রয়েছে। অনেককেই আঙুলের ছাপ দিইয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর গ্রামবাসীরা প্রশ্ন করতেই আসে অসংগতিপূর্ণ উত্তর। তারপরই মেশিন কেড়ে নেন গ্রামবীসরা। সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।