এতদিন ফ্রি ছিল গ্রাহকদের জন্য। জিও সিম রিচার্জ করলেই মিলত নানা সুবিধা। প্রিপেইডের পাশাপাশি পোস্টপেইড গ্রাহকদের জন্যও বিনামূল্য ছিল জিও টিভি। তবে এবার সেই সুযোগ আর থাকছে না। ওটিটি, ওয়েব সিরিজের যুগে এবার আসছে প্রিমিয়াম ভার্সন । প্রিমিয়াম ভার্সন আসছে জিও টিভির। এর জন্য প্রাথমিকভাবে সাবস্ক্রিপশন প্ল্যানও ঠিক করা হয়েছে। ৩৯৮ টাকার একটি প্ল্যান দিয়ে শুরু হচ্ছে প্রিমিয়াম জিও টিভির পরিষেবা। ১৫ ডিসেম্বর থেকেই জিও অ্যাপে টিভির এই সাবস্ক্রিপশন নেওয়া যাবে।
(আরও পড়ুন: টুথপেস্ট টিউবে সবুজ, লাল দাগ! এগুলি কি আদৌ পেস্টের উপকরণ বোঝায়? রইল হদিশ)
জিওটিভি প্রিমিয়াম প্ল্যানের (JioTV Premium Plans) খুঁটিনাটি
- তিনরকম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসছে জিও। দামের হেরফের সেখানে অনেকটাই। ৩৯৮ টাকার পরের প্ল্যান পাওয়া যাবে ১১৯৮ ও ৪৪৯৮ টাকায়। ১৫ ডিসেম্বর থেকেই এই প্ল্যানগুলি সাবস্ক্রাইব করা যাবে। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক প্যাকেজ হিসেবে থাকছে এই প্ল্যানগুলি। একটা ১৪৮ টাকার ডেটা অ্যাড-অন থাকছে।
- একটা অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই ১৪টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে জিওটিভিতে। সেই প্ল্যাটফর্মগুলি হল- জিওসিনেমা প্রিমিয়াম (Jiocinema Premium), ডিজনি+ হটস্টার (Disney+ hotstar), জিফাইভ (Zee5), প্রাইম ভিডিয়ো (Prime video), লায়নসগেট প্লে (Lionsgate play), ডিসকভারি+ (Discovery+), ডকুবে (Docubay), হইচই (Hoichoi), সাননেক্সট (Sun NXT), প্ল্যানেট মারাঠি (Planet Marathi), চাওপল (Chaupal), এপিকঅন (EpicON), কাঞ্চা লঙ্কা (Kanccha Lanka)।
- এই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে লগইন করতে হলে মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রাইম ও ডিজনি প্লাস অ্যাকসেস করতে হলে ওই অ্যাপগুলি দিয়েই করতে হবে বলে জানিয়েছে সংস্থা।
- ৩৯৮ টাকার অফার ২৮ দিনের জন্য বৈধ। এতে রোজ ২ জিবি ডেটা, ১০০ এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি থাকছে ১২ টি ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন।
(আরও পড়ুন: বিল্ডিংয়ের ফাঁকে ওই যে উঁকি মারছে বিড়ালটা, দেখতে পেলেন? সময় কিন্তু ৩০ সেকেন্ড)