
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি : ১২ এবং ১৩ ফেব্রুয়ারি দুদিন ধরে চলা আইপিএল নিলামের প্রথম দিনেই হার্ড হিটার ব্যাটার শাহরুখ খানকে দলে নিয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস দল। উল্লেখ্য গত বছরেই পঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল শাহরুখ খানের। ২০২২ নিলামের আগে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী মাত্র ৪ ক্রিকেটারকে রিটেন করতে পারত ফ্রাঞ্চাইজি। ফলে এবার শাহরুখকে রিটেন করতে পারেনি পঞ্জাব। তবে নিলামের মধ্যে দিয়ে তাকে দলে ভিড়িয়েছে পঞ্জাব। ৯ কোটি টাকায় কিনে এবার তাকে দলে ভিড়িয়েছে পঞ্জাব। তাকে নিলামের মধ্যে দিয়ে দলে নিতে ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দলও। নিলামের পরবর্তীতে পঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলের কাছ থেকে এক বিশেষ 'বার্তা' পাওয়ার কথা জানালেন শাহরুখ।
হেড কোচ তাকে জানিয়ে দেন এবার বোলিং করতেও তৈরি থাকতে হবে। উল্লেখ্য গত বছর পঞ্জাবের হয়ে আইপিএলে লোয়ার অর্ডারে ব্যাট করেছিলেন শাহরুখ খান। ১০ ইনিংসে ১৫৩ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৩৪.২১। গত বছর বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তার পারফরম্যান্সের পরবর্তীতে তার উপর নজর ছিল একাধিক ফ্রাঞ্চাইজির। নিলাম চলাকালীন এক সাক্ষাৎকারে তিনি জানান 'সবাই আমার সঙ্গে নিলামের পরবর্তীতে কথা বলেছেন। আমি নিলামে ফিরে আসতে চেয়েছিলাম। কারণ আমার মাত্র একটা বছর হয়েছে আইপিএলে। আমি নিলামের অনুভূতিটা ফের পেতে চেয়েছিলাম।'
তিনি আরও যোগ করেন 'কাল যখন পঞ্জাব আমাকে দলে নেয় তখন অনিল স্যার আমাকে মেসেজ করে। তুমি অবশ্যই বল করবে। তৈরি থাক নিজের হাত ঘোরাতে। আমি মনে করি প্রত্যেক ফিনিশারের আলাদা একটা পরিকল্পনা রয়েছে। আমার পরিকল্পনা ম্যাচকে যতটা 'গভীরে' নিয়ে যাওয়া যায়। টার্গেটের যত কাছে তুমি পৌঁছবে বোলারের উপর তত চাপ বাড়বে। একজন হিটার হিসেবে তোমাকে অনেক বেশি অনুশীলন করতে হয়। যত ম্যাচ তুমি খেলবে তত উন্নতি করবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports