ভারতীয় পেসার উমরান মালিককে নিয়ে বড় মন্তব্য করলেন ব্রেট লি। উমরান মালিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিতভাবে ১৫০কিলোমিটারের বেশি গতিতে বল করার ক্ষমতা দেখিয়েছিলেন। এরফলে তিনি গোটা ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন। উমরান মালিক সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে মাত্র ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন। এর পর তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের সুযোগ পান। কিন্তু এই সিরিজে তিনি নিজেকে তুলে ধরতে পারেননি। সমালোচকরা তাঁকে ব্যর্থ বলেই মনে করেছিলেন।
এ দিকে উমরান মালিক ও কুলদীপ সেন এবারে অস্ট্রেলিয়ায় যেতেই পারলেন না। এই দুই তরুণ বোলারই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের নেট বোলার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।তারা দলের প্রস্তুতিতে সহায়তা করতে পারে বলে মনে করা হয়েছিল।
আরও পড়ুন… Womens Asia Cup 2022: পাকিস্তানকে কাঁদিয়ে মাঠের মধ্যেই শ্রীলঙ্কা মহিলা দলের উদ্দাম নাচ! দেখুন ভিডিয়ো
পরে শোনা যায় অস্ট্রেলিয়ার ভিসা পেতে বিলম্বের কারণে তারা এখনও অস্ট্রেলিয়াতে যেতে পারেননি। উমরান বর্তমানে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফি খেলছেন। বিসিসিআইয়ের একজন আধিকারিক বলেছেন, ‘তারা (মালিক এবং কুলদীপ) আর অস্ট্রেলিয়ায় যাবেন না কারণ আইসিসি ১৭ অক্টোবরের পরে নেট বোলার সরবরাহ করবে। যাই হোক, কয়েকদিনের মধ্যেই অন্য বোলাররা চলে যাবেন। আমরা তার ভিসার জন্য চেষ্টা করেছি, কিন্তু সময় মতো কাজ করতে পারিনি। তাই তাদের সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে বলা হয়েছে।’
এরপর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশ হতে পারেননি উমরান মালিক। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর খুব একটা খুশি হতে পারেননি। ব্রেট লি মনে করেন যে উমরানের ভারতীয় দলে থাকা উচিত ছিল।
আরও পড়ুন… ভিসা না পাওয়ায় অস্ট্রেলিয়া যেতে পারলেন না উমরান, সুযোগ হাতছাড়া করলেন আরও এক!
খালিজ টাইমসের সঙ্গে কথা বলার সময় ব্রেট লি বলেছেন, ‘উমরান মালিক ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করছেন। মানে যখন আপনার কাছে বিশ্বের সেরা গাড়ি থাকে এবং আপনি সেটিকে গ্যারেজে রেখে দেন, তখন সেই গাড়িটি রাখার কী মানে? উমরান মালিকের দলের সঙ্গে থাকা উচিত ছিল। বিশ্বকাপের জন্য ভারতীয় দলে নির্বাচিত হওয়া উচিত ছিল।’ অজি কিংবদন্তি ব্রেট লি আরও বলেছেন যে উমরান মালিক যদি ভারতের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকতেন, তবে তিনি তাঁর দ্রুত গতি দিয়ে অস্ট্রেলিয়ান ট্র্যাকে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারতেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।