বলিউড থেকে বাইশগজ- দিগ্বিজয় দেশমুখের জীবন পুরোপুরি উলটোপুরাণ। রিল লাইফ থেকে রিয়েল লাইফে ক্রিকেটার হয়ে ওঠার এ এক অভিনব গল্প।
২১ বছরের এই তরুণ ক্রিকেটার এই বছর জায়গা করে নিয়েছেন নিতা আম্বানির মুম্বই ইন্ডিয়ানস দলে। তবে এই ক্রিকেটারের একটা রূপোলি ইতিহাস রয়েছে। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল পরিচালক অভিষেক কাপুরের ‘কাই পো চে’। চেতন ভগতের 'থ্রি মিসটেকস অফ মাই লাইফ' উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে নজর কেড়েছিলেন সুশান্ত সিং রাজপুত,রাজকুমার রাও,অমিত সাধরা। তবে সেই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল আলি হাশমি। ক্রিকেট কোচ সুশান্তের কৃতী ছাত্র আলির ভূমিকাতেই অভিনয় করেছিলেন দিগ্বিজয়।

ছ' বছর পর দিগ্বিজয়কে আইপিএল নিলামে ২০ লক্ষ টাকায় কিনে নিল রোহিত শর্মার দল। স্বপ্নপূরণে এই জার্নি নিয়ে দিগ্বিজয়ের মন্তব্য, আমি কোনওদিন অভিনেতা ছিলাম না, বরাবরই আমি ক্রিকেটাক। ধীরেধীরে সেই স্বপ্নটা আমি উপলব্ধি করছি।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফর্মেন্সের জেরেই আইপিএলে জায়গা করে নিয়েছেন দিগ্বিজয়। এই ঘরোয়া প্রতিযোগীতায় ৯ উইকেট দখল করেন এই উঠতি তারকা। বৃহস্পতিবার আইপিএল নিলামে মুম্বই ইন্ডিয়ান্স দলে জায়গা করে নেওয়ার পর শুক্রবার রঞ্জি ম্যাচে অভিষেক হল দিগ্বিজয়ের। প্রথম ম্যাচে সাড়া ফেললেন তিনি। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৩ রান করেন মহারাষ্ট্রের এই অলরাউন্ডার।
অভিনেতার তকমা ব্যক্তিগতভাবে পছন্দ নয় দিগ্বিজয়ের। তিনি জানালেন, 'কেউ আমাকে অভিনেতা বললে আমি রেগে যাই। আমি কাই পো চে তে অভিনয় করেছিলাম কারণ সেখানে অধিকাংশ দৃশ্যে আমাকে ক্রিকেট খেলতে হয়েছিল। আমার মনে আছে আমি অনূর্ধ্ব ১৪ একটা স্কুল টুর্নামেন্ট খেলছিলাম মুম্বইয়ে। সেই সময় ছবির এক সহকারী পরিচালক আমাকে দেখেছিল। তারপরই আমি ছবির জন্য অডিশন দিয়েছিলাম। তবে শ্যুটিংয়ের সময় চারমাস বাইরে থাকায় আমার ক্রিকেট খেলাটা প্রভাবিত হয়েছিল। ভবিষ্যতে এমনটা আমি আর কখনও চাইব না'।
আগামী দু মাস মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে কিছু বলতে চান না দিগ্বিজয়। ২১ বছরের এই অলরাউন্ডারের কথায়, 'ফ্রাঞ্চাইসির তরফে আমাকে নিষেধ করা হয়েছে, তাই মুম্বই ইন্ডিয়ান্সের বাছাই পর্ব নিয়ে এখনই কিছু বলা সম্ভবকর নয়'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।