GT vs MI: গিলের জীবনদান নাকি সূর্যকুমারের উইকেট, গুজরাটের জয়ে সব থেকে বড় প্রভাব ফেলে কোনটি? ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 27 May 2023, 05:08 PM IST-
দ্বিতীয়ত, গুজরাটের রানের পাহাড় টপকে মুম্বই ইন্ডিয়ান্স জয় তুলে নিতে পারত, যদি না মোহিত শর্মা বল হাতে নিয়েই সাজঘরে ফেরাতেন সূর্যকুমার যাদবকে। রান তাড়া করতে নেমে সূর্যকুমার ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিলক বর্মা ও ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বেঁধে ২টি কার্যকরী পার্টনারশিপও গড়েন তিনি। তবে ১৪.৩ ওভারে মোহিত শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় যাদবকে।
সূর্যকুমার যতক্ষণ ক্রিজে ছিলেন, মুম্বই লড়াইয়ে টিকে ছিল পুরোদস্তুর। তবে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত ৬১ রান করে তিনি আউট হওয়ার পরেই মুম্বইয়ের আশা শেষ হয়ে যায়। তিনিই যে মুম্বই শিবিরের শেষ ভরসা ছিলেন, সেটা জানতেন সূর্যকুমারও। তাই আউট হওয়ার পরে দৃশ্যতই হতাশ দেখায় তাঁকে। মাঠে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকেন যাদব। মুম্বই ইন্ডিয়ান্স শেষমেশ ১৮.২ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায়। ৬২ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে গুজরাট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।