Winter weather update in Kolkata: বৃষ্টি থামতেই একধাক্কায় ২ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা! আরও জাঁকিয়ে শীত পড়বে? Updated: 25 Jan 2024, 09:16 AM IST Ayan Das বৃষ্টি থামতেই কলকাতায় কমে গেল তাপমাত্রা। বৃহস্পতিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় প্রায় দু'ডিগ্রি সেলসিয়াস কমে গেল। আগামী কয়েকদিনে কি মহানগরীতে তাপমাত্রা আরও কমে যাবে? আরও কি জাঁকিয়ে শীত পড়বে? আর কি বৃষ্টির সম্ভাবনা আছে?