যে সদ্য আসা ভাইরাল ব্রেন টিজার পোস্টের কথা বলা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ছোট্ট মুরগির ছানা। আর বাচ্চা মপরগিদের ভিড় থেকে খুঁজে বের করতে হবে লেবুকে। উল্লেখ্য, যাঁরা ব্রেন টিজার নিয়ে বেশ মশগুল থাকেন, তাঁদের কাছে এই টিজার তুড়ি মেরে সমাধান করা কোনও ব্যাপারই নয়! আপনিও কি পড়েন সেই দলে?