TMC on Lok Sabha Election Voting: প্রথম দুই দফার ভোটের হারে 'রহস্য' খুঁজে পেল TMC, অঙ্ক মেলাতে করা হল RTI Updated: 01 May 2024, 02:56 PM IST Abhijit Chowdhury গত ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল দেশে। আর দ্বিতীয় দফার ভোট হয় গত ২৬ এপ্রিল। আর গতকাল অবশেষে এই দুই দফার ভোটের চূড়ান্ত ভোটের হার প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। আর তাতে দেখা গিয়েছে বড় 'গরমিল'। যা নিয়ে এবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।