ভারতীয় দলের সমালোচকদেরই একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর তিনি নিন্দুকদের একহাত নিয়ে বলছেন, ‘কোনও প্রশ্ন ছাড়াই একটা কথা বলা যায়, যেই দল তিনটি পরপর আইসিসি ইভেন্টের ফাইনাল খেলে দুটি চ্যাম্পিয়ন হয়, তারাই বিশ্বের এই মূহূর্তে সাদা বলের ফরম্যাটে সেরা দল ’।