বর্ডার গাভাসকর ট্রফি শুরু হতে এখনও এক মাসের বেশি সময় হাতে রয়েছে। যদিও এর মধ্যেই দুই দলের ভাবনাতেই ঢুকে পড়েছে সম্মানরক্ষার এই সিরিজ। অজিদের কাছে অ্যাসেজ সিরিজ যতটা গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক সময় ততটাই সম্মানের হয়ে দাঁড়িয়েছে বর্ডার গাভাসকর ট্রফি। সেই সিরিজের আগেই বড় সিদ্ধান্ত নিলেন স্টিভ স্মিথ।