Kolkata rain forecast till 4th February: বুধে কখন বৃষ্টি কলকাতায়? বৃহস্পতিতে হবে বজ্রপাতও, কতদিন বর্ষণ চলবে? শীত বাড়বে? Updated: 31 Jan 2024, 02:38 AM IST Ayan Das বুধবার থেকে কলকাতায় বৃষ্টি শুরু হবে। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হবে না কলকাতায়। কখন থেকে বৃষ্টি হবে কলকাতায়? বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে সেদিন। আগামী রবিবার পর্যন্ত কলকাতায় কবে কবে বৃষ্টি হবে, তা দেখে নিন।