How to Change Photo in Aadhaar Card: আধার কার্ডে নিজের ছবি পাল্টাতে চান? সহজ পদ্ধতি জেনে নিন Updated: 19 Feb 2023, 01:02 PM IST Sritama Mitra অনেক সময়ই দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির সেই আধার কার্ডের ছবির সঙ্গে প্যান কার্ডের ছবির ধরনে ফারাক রয়েছে। সেক্ষেত্রেও অনেকে আধার কার্ডের ছবি পাল্টে নিতে চান। এর জন্য UIDAI এর দ্বারস্থ হতে হবে।