বাংলা নিউজ >
ছবিঘর > SC on Metro work at Maidan: ময়দানে আপাতত গাছ কাটতে পারবে না RVNL, বলল সুপ্রিম কোর্ট, বন্ধ থাকবে মেট্রোর কাজ?
SC on Metro work at Maidan: ময়দানে আপাতত গাছ কাটতে পারবে না RVNL, বলল সুপ্রিম কোর্ট, বন্ধ থাকবে মেট্রোর কাজ?
Updated: 13 Sep 2024, 01:35 PM IST Ayan Das
ময়দান এলাকায় কলকাতা মেট্রোর পার্পল লাইনের (জোকা থেকে এসপ্ল্যানেড) কাজ চলছে। সেজন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডকে (আরভিএনএল) আপাতত কোনও গাছ কাটতে বারণ করল সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে।