‘IPL খেলেছি বলেই ভারতকে হারাতে পেরেছি’! সিরিজ জিতে রহস্য ফাঁস কিউয়ি স্পিনারের…
Updated: 26 Oct 2024, 07:00 PM ISTস্যান্টনার ম্যাজিকে ভারতকে পুণে টেস্টে হারিয়ে দিল নিউজিল্যান্ড। ১১৩ রানে দ্বিতীয় টেস্ট জয়ের সঙ্গে সঙ্গেই টেস্ট সিরিজও পকেটে পুড়ল নিউজিল্যান্ড। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ থামিয়ে দিল কিউয়িরা। ধোনি, বিরাট কোহলির সময় যা হয়নি,সেটাই রোহিত জমানায় হল।কিউয়িদের কাছে গেরে রেকর্ড অক্ষত থাকল না ভারতের
ভারতীয় দল স্পিন সহায়ক উইকেট করলেও দেখা গেল, দুই ইনিংস মিলিয়ে নিউজিল্যান্ডের স্যান্টনারই সর্বোচ্চ ১৩ উইকেট পেলেন ম্যাচে। আর ম্যাচ জয়ের পর কিউয়িদের স্পিনার গ্লেন ফিলিপস এই সিরিজ জয়ের জন্য কৃতিত্ব দিয়ে গেলেন আইপিএলে খেলাকেই। তিনি স্পষ্টতই বললেন, ভারতীয় পরিবেশে প্রত্যেক বছর খেলতে আসার সুবাদেই এখানে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়েছে এবং পিচের সঙ্গেও মানিয়ে নেওয়া গেছে। ছবি- পিটিআই
(PTI) পরবর্তী ফটো গ্যালারি