সংক্রমণের হার অনেকটা কমেছে। তবে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। সেই পরিস্থিতিতে এখনই বিধিনিষেধ প্রত্যাহারের পথে হাঁটল না দিল্লি। বরং লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হল। তবে করোনা আক্রান্তের সংখ্যা কমলে আগামী ৩১ মে থেকে আনলকের পথে হাঁটা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।