Local Trains Cancelled: আগামী জানুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় ১৬ দিন ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। সেজন্য ওই ১৬ দিন হাওড়া-বর্ধমান শাখায় (কর্ড লাইনে) কয়েকটি ট্রেন বাতিল থাকবে। একটি ট্রেনের আবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করেছে পূর্ব রেল।