Kolkata Rain Update on 24th January: রাতেই বৃষ্টি কলকাতায়, চলবে কতদিন? দিনে ঠান্ডা লাগবে বেশি, কবে ফের রাতে শীত করবে? Updated: 24 Jan 2024, 02:44 AM IST Ayan Das মঙ্গলবার রাতেই বৃষ্টি হয়েছে কলকাতার একাংশে। বুধবারও বৃষ্টি হবে। তার জেরে বুধবার দিনের বেলায় ঠান্ডা লাগবে বেশি। রাতে তুলনামূলকভাবে তাপমাত্রা বাড়বে। কবে ফের রাতে শীত করবে? কলকাতায় কবে কবে কুয়াশা পড়বে, তা দেখে নিন এখানে।