কাউকো শহরে এলেও, ডার্বিতে নামা নিয়ে সংশয়, আগে দিতে হবে পরীক্ষা, আশিসের চোট চিন্তা বাড়িয়েছে হাবাসের Updated: 01 Feb 2024, 01:35 PM IST Tania Roy শহরে এসেই মোহনবাগান প্র্যাকটিসে যোগ দিয়েছেন জনি কাউকো। বৃহস্পতিবারই তিনি দলের সঙ্গে অনুশীলনে এসেছিলেন। ডার্বির আগেই কাউকোর সবুজ-মেরুনে যোগ নিয়ে আশার আলো দেখছেন সমর্থকেরা। কিন্তু কাউকো ডার্বি খেলতে পারবেন কি? তা নিয়ে বড় সংশয় রয়ে গিয়েছে।