ISRO on POEM-3 Mission Success: ৪০০ বার প্রদক্ষিণ, কেমন আছে সব পেলোড? মহাকাশে 'কবিতা' লিখছে ইসরোর 'POEM-3' Updated: 28 Jan 2024, 02:06 PM IST Abhijit Chowdhury পিএসএলভি-সি৫৮ রকেট উৎক্ষেপণ করে মহাকাশে পোয়েম-৩ লঞ্চ করেছিল ইসরো। এই মিশনের মাধ্যমে মহাকাশে পৌঁছেছে ভারতের স্পেস প্ল্যাটফর্ম 'পোয়েম-৩'। এই মডিউলে থাকা পেলোডগুলি মহাকাশে নিজেদের সব দায়িত্ব সফল ভাবে পালন করেছে। এমনটাই জানাল ইসরো।