মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে নজির গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখছে ভারত। চন্দ্রযান ৩-এর সাফল্যে গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে ইসরো। এই অভিযান থেকে আশাতীত ফল মিলেছে। এই আবহে আশা করা হচ্ছিল, ঘুমিয়ে পড়েও চাঁদের মাটিতে ফের জেগে উঠবে চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার। এই নিয়ে এবার মুখ খুললেন ইসরো প্রধান।