IPL Playoff Chances: IPL 2022-এ এখনও পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলা হয়েছে এবং এখনও শুধুমাত্র একটি দল (গুজারট টাইনান্স) এর পাশে Q (প্লে অফে যোগ্যতা অর্জন করেছে) লেখা আছে। গতকাল সুপার সানডে-র দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে। এর ফলে গুজরাট টাইটান্সের পরে দ্বিতীয় দল হিসেবে এখনও প্লে অফে পাকাপাকি ভাবে নাম লেখাতে পারেনি লখনউ।