আইপিএলের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। প্লে-অফে কারা পৌঁছবেন মোটামুটি নির্ধারিত হয়ে গিয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ এসে জমে গিয়েছে ‘অরেঞ্জ ক্যাপ’ বা ‘কমলা টুপি’র। এই তালিকায় এখনও অবধি জোস বাটলারই শীর্ষস্থান ধরে রাখলেও, তাঁর গদি টলমল। দেখে নিন ‘কমলা টুপি’র দৌড়ে শীর্ষের পাঁচ ব্যাটারদের।