Ilish Mach Price Update: বাজারে কমবে ইলিশ? খাদ্যরসিক বাঙালির পকেট ফুটো হতে পারে গভীর নিম্নচাপে Updated: 02 Aug 2023, 08:12 AM IST Abhijit Chowdhury গতকাল থেকেই মৎস্যদীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। সেই নিষেধাজ্ঞা আজও জারি থাকবে। অতি গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। বইবে ঝোড়ো হাওয়া। এর জেরেই এই নিষেধাজ্ঞা। তবে এর জেরে ইলিশের দাম চড়তে পারে বলে অশঙ্কা করা হচ্ছে।