দেশ জুড়ে রকেট গতিতে বেড়েছে রসুনের দাম। সাম্প্রতিককালে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে নাজেহাল আম জনতা। কয়েক মাস আগেই টমেটোর অগ্নিমূল্যে হাতে ছ্যাঁকা লাগছিল সাধারণ মানুষের। আর এখন মাথায় হাত পড়েছে রসুনের রেটে। এই আবহে গোটা দেশের মতো কলকাতার বাজারেও ক্রমেই বেড়ে চলেছে রসুনের দাম।