Deoghar Ropeway Accident: হেলিকপ্টার থেকে পড়লেন ২, দেড়দিন পর দেওঘরের রোপওয়ে থেকে শেষ পর্যন্ত উদ্ধার ৪০ Updated: 12 Apr 2022, 02:03 PM IST Abhijit Chowdhury দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু অন্তত তিনজনের। আজও মর্মান্তিক ভাবে উদ্ধারের সময় একজন হেলিকপ্টারের সাথে যুক্ত দড়ি ছিঁড়ে যায়। এর আগে গতকালও উদ্ধারকাজের সময় একজন হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন।