Coromandel Express Accident Timeline: কীভাবে সংঘর্ষ হল ৩টি ট্রেনের? একনজরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার টাইমলাইন Updated: 03 Jun 2023, 10:25 AM IST Abhijit Chowdhury শেষ পাওয়া খবর অনুযায়ী, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বেড়ে ২৩8 হয়েছে। এদিকে হাসপাতালে ভরতি অনেক যাত্রীর অবস্থা এখনও আশঙ্কাজনক। এখনও পর্যন্ত ৯০০ জনেরও বেশি আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে হল এই দুর্ঘটনা?