7th Pay Commission 6 Allowances Hike details: কর্মীদের মন জয় করতে চুপিসারে ছক্কা হাঁকাল সরকার, সামনে এল অফিস মেমো Updated: 07 Apr 2024, 08:22 AM IST Abhijit Chowdhury সামনে এল অফিস মেমোব়্যান্ডাম। গত ২ এপ্রিল সেই মেমো জারি করা হয়েছিল। আর সেই মেমোতেই সরকারি কর্মীদের মন জয় করার আশা সরকারের। জানা গিয়েছে, শুধু ডিএ নয়, সরকারি কর্মীদের মোট ৬টি ভাতা বৃদ্ধি হচ্ছে। এই আবহে নববর্ষের আগেই সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটল।