6th Pay Commission Arrear and DA: ২০৩০-৩১ সালের মধ্যে বকেয়া মেটানো হবে! সরকারি কর্মীদের কত DA বাকি? জানাল রাজ্য Updated: 27 Oct 2024, 11:46 PM IST Ayan Das রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বা ডিয়ারনেস রিলিফ বাবদ কত টাকা বাকি আছে? তা জানাল রাজ্য সরকার। আর কতদিনের মধ্যে সেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে, তা নিয়েও মুখ খুলল। কত টাকা বকেয়া আছে?