ইউক্রেনের বুকে রুশ হামলা নিয়ে বহু সংবাদপত্রে অভিযোগ করা হয়েছিল যে এই হামলার কালক্ষণ নির্দিষ্ট করার নেপথ্যে ছিল চিন। আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে প্রকাশিত তথ্যে বলা হয়েছিল যে, চিনে শীতকালীন অলিম্পিকের পরই যাতে ইউক্রেনে রুশ হামলা হয়, সেবিষয়ে পুতিনের কানে কথা পৌঁছে দিয়েছিল বেজিং। এমন আর্জি চিনের ছিল, বলে দাবি করা হয়েছে সংবাদপত্রে। সংবাদপত্রে প্রকাশিত সেই তথ্যকে সম্পূর্ণ নস্যাৎ করেছে চিন। খবরটিতে 'ভুয়ো' বলে দাবি করেছে তারা।
২০২২ বেজিং শীতকালীন অলিম্পিকের পর যাতে ইউক্রেনে হামলা করা হয়, সেই বিষয়ে রাশিয়ার কাছে আবেদন জানায় চিন, এমন সমস্ত তথ্য ভুয়ো ও অত্যন্ত 'ঘৃণ্য' বলে ব্যাখ্যা করেছে বেজিং। পাল্টা চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিং বলেন, ওয়াশিংটনের উস্কানিতেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। এর নেপথ্যে পূর্ব ইউরোপীয় দেশটিকে ন্যাটো সদস্যপদের ইস্যুতে রেখেই রাশিয়ার প্রতি উস্কানি বার্তা দিয়েছে আমেরিকা। এমনই দাবি করেছে বেজিং।
উল্লেখ্য, ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত খবরে জো বাইডেন প্রশাসনের ও ইউরোপের বহু প্রশাসনের গোয়েন্দারে রিপোর্ট তুলে ধরেই চিনের বিরুদ্ধে এমন দাবি করা হয়। সেখানে জানানো হয়, গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, অলিম্পিকের পরই ইউক্রেনে রাশিয়াকে হামলা করার কথা বলে চিন। উল্লেখ্য, চিনের রাষ্ট্রপ্রধান জিনপিংয়ের সঙ্গে ফেব্রুয়ারির ৪ তারিখে বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদপত্রটির দাবি, সেই সময়ই এই বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। এর পাশাপাশি, রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাবের ভোটাভুটি থেকে বেজিংয়ের দূরত্বের স্টান্সকেও যুক্তিযুক্ত বলে ব্যাখ্যা করেছে চিনের বিদেশমন্ত্রক। এই বিষয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ' দুঃখজনকভাবে, ভোটের জন্য সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে জমা দেওয়া খসড়া রেজোলিউশনে পুরো সদস্যদের সাথে সম্পূর্ণ আলোচনা করা হয়নি, বা এটি বর্তমান সংকটের ইতিহাস এবং জটিলতাকে বিবেচনায় নেয়নি'।