উত্তর চিনে আছড়ে পড়ল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। যার তাণ্ডবে বেজিংসহ বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। রবিবার বিকেল পর্যন্ত টাইফুনের মতো শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকতে পারে বলে প্রশাসনের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও উত্তর চিনে এই ঝড় প্রথম নয়, তবে এক দশকের মধ্যে এই ঘূর্ণিঝড় সবচেয়ে শক্তিশালী বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের গতি এতটাই বেশি যে কোনও মানুষের ওজন ৫০ কেজির নিচে হলে অতি সহজেই এই ঝড়ে উড়ে যেতে পারেন। এই অবস্থায় প্রশাসনের তরফে সতর্কতা জারি করে নাগরিকদের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। (আরও পড়ুন: বাংলাদেশ ভাগের কথা উঠতেই মৌলবাদীদের কড়া বার্তা সেনা প্রধানের? ওয়াকার বললেন…)
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে মাথায় বাজ পড়েছিল, ৯ লাখ চাষিকে শস্যবিমার ৩৫১ কোটি টাকা দিল রাজ্য
প্রতিবেদন অনুযায়ী, বেজিং, তিয়ানজিন এবং হেবেই প্রদেশের বিভিন্ন শহর জুড়ে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়। সতর্কতা হিসেবে চিন সরকার লক্ষ লক্ষ নাগরিককে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। এছাড়াও, স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক এবং জনবহুল জায়গা। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গোলিয়া থেকে বয়ে আসছে এই ঠান্ডা ঘূর্ণিঝড়। যার সবোর্চ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়কে ১০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র গতির ঘূর্ণিঝড় বলে দাবি করছেন। এই অবস্থায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো বেজিংয়ে কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন।
আরও পড়ুন: ডিএ মামলা ঘিরে তৈরি রহস্য, মিলবে সুখবর নাকি কপাল পুড়বে বাংলার সরকারি কর্মীদের?