ওয়েনাডে ভয়াবহ বিপর্যয়। ধসে বিধ্বস্ত গোটা এলাকা। সেখানে বিপন্ন মানুষের পাশে ছুটে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল বলেন, রাজনীতির ইস্যু নিয়ে কথা বলার সময় ও জায়গা এটা নয়। এখানকার মানুষ সহায়তা চাইছেন। এখন এখানকার যে মানুষরা সমস্যার মধ্যে রয়েছেন তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া দরকার। আমি এখন রাজনীতি নিয়ে উৎসাহিত নই। আমি এখানকার মানুষের সব থেকে ভালো যে সুরক্ষার ব্যবস্থা আছে সেটা দেখা দরকার। বললেন রাহুল।
এদিকে কেরল বিপর্যয়ের পরে সম্প্রতি কেরল সরকারকে একহাত নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কেরলের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন এনিয়ে দোষারোপের সময় এটা নয়।
এদিকে কেরলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ২০০ পার করে গিয়েছে। বুধবার রাত পর্যন্ত কেরলে ১৯৩ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। পরে কেরলের সংবাদমাধ্যম 'মাতৃভূমি'র রিপোর্টে দাবি করা হয়, মৃতের সংখ্যা ২৭৫-এর বেশি। এখনও বহু মানুষ নিখোঁজ। এই আবহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এই বিপর্যয়ের মাঝে রাজনীতি চাই না বললেও বাস্তবে কাদা ছোঁড়াছুড়ি, রাজনীতি চলেই আসছে।
সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, কেন্দ্রের তরফ থেকে কেরল সরকারকে এই দুর্যোগের আগাম সতর্কতা দেওয়া হয়েছিল পরপর চারদিন। তারপরেও তারা সতর্ক হয়নি। কেন লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অমিত শাহ।