
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সূর্যের মতো হব উজ্জ্বল,
আকাশের মতো হব নির্মল
মুছে দেব বুকে টেনে নিয়ে,
অসহায় মানুষের চোখের জল
সূর্যের মতো হব উজ্জ্বল। -চন্দন মুখোপাধ্যায়
সূর্যের উজ্জল হাসি। না, কবি-গীতিকারের কল্পনায় নয়। বাস্তবেই এমন দৃশ্য ফ্রেমবন্দি করল নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি। এই ছবি দেখে সূর্য মিটিমিটি হাসছে বলে মনে হবে। আরও পড়ুন: SpaceX crew: সময় লাগল ২৯ ঘণ্টা! মহাকাশে স্পেস এক্স ক্রিউ ড্র্যাগন টিম পৌঁছতেই এই ভিডিয়ো ভাইরাল
গত বৃহস্পতিবার তোলা এই ছবিতে, সূর্যের উপর কয়েকটি কালো দাগ দেখা যাচ্ছে। এগুলি যেন একটি স্মাইলি ফেস গঠন করেছে। সূর্যের উজ্জ্বল হলুদ রঙের কারণে যা আরও বেশি ফুটে উঠেছে। ছবিটি দেখে যেন মনে হচ্ছে, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি তার একজোড়া চোখ এবং গোলগাল মুখে মিষ্টি হাসিতে তাকিয়ে। সেই হাসিই যেন মুছে দিতে পারে সমস্ত দুঃখ-কষ্ট, বেদনা।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে, নাসার ব্যাখ্যা, এই অন্ধকার অংশগুলি আসলে 'করোনাল গর্ত'। এই অংশে সৌর বাতাসের দ্রুত বিস্ফোরণ ঘটে তা মহাকাশে ছড়িয়ে আসছে।
'আজ, নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরিতে সূর্যের 'হাসি' ধরা পড়েছে,' টুইট করেছে নাসা।
নিঃসন্দেহে এই 'স্মিত হাসিমুখের সূর্য' একটি দারুণ আকর্ষণীয় ছবি। তবে এর মধ্যেই যেন অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এটি পৃথিবীতে সমস্যা তৈরি করতে পারে।
SpaceWeather.com-এর মতে, এই করোনাল হোল থেকে পৃথিবীর দিকে সৌর বায়ুর একটি প্রবাহ ধেয়ে আসছে। আর সেই কারণে, শনিবার (২৯ অক্টোবর) পৃথিবীতে একটি সৌর ঝড়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: NASA's Dart Altered Orbit of Asteroid: মহাকাশে অনন্য কীর্তি মানবজাতির, গ্রহাণুর কক্ষপথ বদলে সফল ‘ডার্ট’, জানাল NASA
সোলার ডায়নামিক্স অবজারভেটরি একটি কৃত্রিম উপগ্রহ। ২০১০ সাল থেকে এটি সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ হয়। অনেকেই সেই সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় ছিলেন। ভারতের বহু শহর থেকেই দেখা গিয়েছে এই সূর্যগ্রহণ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports