প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতীয় রাজনীতির অন্যতম স্তম্ভ প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সনিয়া গান্ধী।
সোমবার বিকেলে প্রণববাবুর প্রয়াণের পরে সন্ধ্যায় শর্মিষ্ঠাদেবীর নয়া দিল্লির বাসভবনে পৌঁছয় সনিয়া গান্ধীর লেখাচিঠি। চিঠিতে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন কংগ্রেস সভাপতি।
সনিয়া লিখেছেন, ‘যদি গত কয়েকদিন আপনার শ্রদ্ধেয় পিতা দীর্ঘ রোগকষ্টের শিকার হয়েছিলেন, তবু তাঁর প্রয়াণ আকস্মিক শোক সৃষ্টি করেছে।’

সনিয়া লিখেছেন, ‘দীর্ঘ পাঁচ দশক ধরে জাতীয় রাজনীতি, কেন্দ্রীয় সরকার ও কংগ্রেস দলের অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন প্রণবদা। তাঁর সীমাহীন জ্ঞান, দীর্ঘ অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ ও বিবিধ বিষয় সম্পর্কে সুগভীর উপলব্ধি ছাড়া কী ভাবে পথ চলব, তা কল্পনা করা মুশকিল।’
কংগ্রেস সভানেত্রী লিখেছেন, ‘যে যে পদে দায়িত্ব সামলেছেন সেগুলিকে বিশিষ্ট করে তুলেছেন, দেশজুড়ে দলমতনির্বিশেষে রাজনীতিকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং পরম নিষ্ঠার সঙ্গে দেশসেবা করে গিয়েছেন। তাঁর গত ৫০ বছরের জীবন আসলে ৫০ বছরের ভারতীয় ইতিহাসেরই প্রতিফলন কারণ এই সময়কালে যে সমস্ত বিশেষ ঘটনা ঘটেছে, তার প্রায় সবেরই তিনি রূপকার এবং সক্রিয় অংশীদার। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ বা রাষ্ট্রপতি, যে কোনও ভূমিকাতেই তিনি উজ্জ্বল ছিলেন।’
ব্যক্তিগত জীবনে প্রণববাবুর পরামর্শে একাধিক বার উপকৃত হয়েছেন বলেও স্বীকার করেছেন সনিয়া। তাঁর প্রয়াণে কংগ্রেস দল গভীর ভাবে শোকাহত হয়েছে বলে জানিয়েছেন সভানেত্রী। সেই সঙ্গে প্রণববাবুর প্রয়াণে শর্মিষ্ঠা-সহ তাঁর পরিবারের সদস্যদের পাশে রয়েছেন বলেও জানিয়েছেন সনিয়া গান্ধী।