এক বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসছে শনি এবং পৃথিবী। সোমবার রাতেই ঘটতে চলেছে সেই ঘটনা। দেখা যাবে খালি চোখেই। নাসা জানিয়েছে, 'এই দিন শনি গ্রহ পৃথিবী থেকে সূর্যের সম্পূর্ণ বিপরীতে থাকবে। এই সময়ে এটি সারা রাত দেখা যাবে। মধ্যরাতের কাছাকাছি সবচেয়ে উজ্জ্বল হবে।'পাঠানি সামন্ত প্ল্যানেটরিয়ামের সহ-পরিচালক ডঃ শুভেন্দু পট্টনায়েক সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, শনি ও পৃথিবী ভারতীয় সময় (আইএসটি) সকাল ১১.৩০ মিনিটে একে অপরের সবচেয়ে কাছাকাছি থাকবে। তবে তাতে নিরুত্সাহ হওয়ার কিছু নেই। রাতেও দেখা যাবে। কিন্তু এই সময়টাতেই যে যে স্থানে রাত, সেখানে সবচেয়ে উজ্জ্বল অবস্থায় শনি গ্রহরে আকাশে দেখা যাবে।সম্পূর্ণ অগস্ট মাসেই সারা রাত শনি গ্রহকে উজ্জ্বল অবস্থায় দেখা যাবে। ডঃ পট্টনায়েক জানান, 'শনির কয়েকটি উপগ্রহ একটি ছোট টেলিস্কোপ দিয়েও দেখা যায়।'সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর প্রায় ৩৬৫ দিন সময় লাগে। এদিকে আমাদের বছরের হিসাব অনুযায়ী সূর্যকে প্রদক্ষিণ করতে শনি গ্রহ ২৯.৫ বছর সময় নেয়। শেষবার শনি ও পৃথিবীর কাছাকাছি এসেছিল গত ২০২০ সালের ২০ জুলাই। আবার আগামী বছর ১৪ অগস্ট কাছাকাছি আসবে।প্রতি বছর একবার, পৃথিবী এবং শনি তাদের কক্ষপথে ঘুরতে ঘুরতে একে অপরের কাছাকাছি আসে। ১ বছর ১৩ দিনের অন্তর তারা একে অপরের সবচেয়ে কাছাকাছি আসে। সেই সময়ে গড় দূরত্ব হয় প্রায় ১২০ কোটি কিলোমিটার। আবার সবচেয়ে দূরের অবস্থানে থাকে যখন, তখন সেই দূরত্ব বেড়ে দাঁড়ায় ১৭০ কোটি কিলোমিটার।