Opposition Meeting:'বিরোধীদের ঐক্যবদ্ধ করতে ঐতিহাসিক পদক্ষেপ', নীতীশ, তেজস্বীদের সঙ্গে বৈঠকের পর বার্তা রাহুলের Updated: 12 Apr 2023, 03:57 PM IST Sritama Mitra দিল্লিতে বুধবার কংগ্রেসের বৈঠকে রাহুল গান্ধী, জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবরা ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।