করোনা আবহে পরপর একাধিক বিদেশ সফর বাতিল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দীর্ঘদিন পরে গতমাসে প্রথম বিদেশ ভ্রমণে বাংলাদেশে যান প্রধানমন্ত্রী মোদী। এরপরে জুন মাসে G7 সম্মেলনে যোগ দিতে ব্রিটেনে উড়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে করোনা আবহে সেই সফর বাতিল করা হল। এদিন বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে ব্রির্টিশি প্রধানমন্ত্রী বরিস জনসনকে ধন্যবাদ জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য।এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগছি বলেন, 'G7-এর বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোয় আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ধন্যবাদ জানাচ্ছি। তবে বর্তমান কোভিড পরিস্থিতির কথা ভেবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বশরীরে এই সম্মেলনে যোগ দেবেন না।'উল্লেখ্য, ভারত G7 অন্তর্ভুক্ত দেশগুলির একটি না হলেও বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্তরী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ১১ থেকে ১৩ জুন এই সম্মেলন অনুষ্ঠত হওয়ার কথা। ব্রিটেনের কর্নওয়ালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। G7অনত্র্ভুক্ত দেশগুলি হল - কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।