ম্যাট্রিমনি পোর্টালে আলাপ, ‘যোগ্য প্রার্থী’ বলে চাকরি দিলেন মহিলা
1 মিনিটে পড়ুন Updated: 02 May 2022, 11:13 AM ISTম্যাট্রিমনির পোর্টাল থেকে পাত্রের সঙ্গে পরিচিত হয়েছিলেন এক মহিলা। তাঁকেই নিজের অফিসে চাকরি করিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি।
ম্যাট্রিমনির পোর্টাল থেকে পাত্রের সঙ্গে পরিচিত হয়েছিলেন এক মহিলা। তাঁকেই নিজের অফিসে চাকরি করিয়ে দেওয়ার চেষ্টা করলেন তিনি।
বেঙ্গালুরু, ভারতের স্টার্ট-আপ রাজধানী, উদ্যোক্তাদের একটি ভাল নথিভুক্ত সংস্কৃতি রয়েছে। একাধিক নেটওয়ার্কিং সুযোগ সহ প্রযুক্তি উদ্ভাবনের একটি কেন্দ্র, এই শহরটি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মেমের বিষয় হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে, "পিক বেঙ্গালুরু" নামে একটি টুইটার অ্যাকাউন্ট, যা শুধুমাত্র বেঙ্গালুরুতে ঘটতে পারে এমন স্টার্ট-আপ-কেন্দ্রিক জিনিসগুলি সনাক্ত করার একটি মিশনে রয়েছে, দেরিতে জনপ্রিয়তায় বিস্ফোরিত হয়েছে। এবং "পিক বেঙ্গালুরু" আচরণের সর্বশেষ প্রবেশকারী? আরও পড়ুন: Astrology: চলতি মাস থেকেই বড় লড়াই, এই ৫ রাশির জাতকরা প্রস্তুত থাকুন