পাকিস্তানের ক্ষমতায় একেবারে নাটকীয় পরিবর্তন হতে পারে এবার। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অনাস্থার প্রস্তাবকে বাতিল করা নিয়ে ডেপুটি স্পিকার যে ঘোষণা করেছিলেন তা অসাংবিধানিক। জাতীয় সংসদকে ফের প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর পাক সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ঘিরে একেবারে হইচই পড়ে গিয়েছে পাকিস্তানের মাটিতে। সূত্রের খবর, আগামী শনিবার দুপুর ১১টায় আস্থা প্রমাণের ভোট হবে পাকিস্তানে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ডেপুটি স্পিকার অনাস্থা ভোট আটকাতে যে ব্যবস্থা নিয়েছিলেন তা বেআইনী। ওয়াকিবহাল মহলের মতে সেক্ষেত্রে ফের যদি আস্থা ভোট হয় তবে ইমরান খান ঠিক কোন পথে হাঁটেন সেদিকেই তাকিয়ে গোটা দুনিয়া।প্রসঙ্গত এবার পাক সংসদ ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ইমরান খানের পরামর্শেই তিনি এই কাজ করেছিলেন বলে সূত্রের খবর। ইমরানের বিরুদ্ধে অনাস্থাও এনেছিলেন বিরোধীরা। কিন্তু সেই প্রস্তাবও বাতিল করে দেন ডেপুটি স্পিকার। এরপরই পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। এরপরই নজিরবিহীন রায় আদালতের। আর সেক্ষেত্রে আগামী ৯ এপ্রিল আস্থা ভোটের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু ইমরান খান সেই আস্থা ভোটের মুখোমুখি হবেন নাকি অন্য় কৌশল নেবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।