মহাকুম্ভ। লোকে লোকারণ্য পরিস্থিতি ছিল কুম্ভের মধ্য়ে। লক্ষ লক্ষ, কোটি কোটি নারী পুরুষ সহ অনেকেই এসেছিলেন মহাকুম্ভে। এবার উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, মহাকুম্ভে নারীদের উপর হেনস্থা, লুঠ, অপহরণ বা খুনের ঘটনার কথা জানা যায়নি।
উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভায় মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ৪৫দিন ধরে এই মহাকুম্ভ চলেছে। দেশ ও বিদেশ মিলিয়ে ৬৬ কোটিরও বেশি মানুষ এসেছিলেন মহাকুম্ভে। ৬৬ কোটির মধ্য়ে অর্ধেক অবশ্যই নারী। কিন্তু একটিও নারীদের বিরুদ্ধে অপরাধ, নারী হেনস্থা, লুঠ, অপহরণ বা খুনের ঘটনা হয়নি।
যোগী আদিত্যনাথ জানিয়েছেন, মহাকুম্ভে প্রত্যাশার থেকেও বেশি সংখ্যক মানুষ এসেছিলেন, যারা এসেছিলেন তাঁরা পূণ্যস্নান করেছেন ও তৃপ্তি নিয়ে ফিরে গিয়েছেন। আন্তর্জাতিক মিডিয়াও প্রয়াগরাজের মহাকুম্ভের প্রশংসা করেছে।
যোগী বলেন, বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে বিদেশি মিডিয়া নেগেটিভ মতামত দেয়। বিদেশি মিডিয়াও প্রশংসা করেছে প্রয়াগরাজের মহাকুম্ভ নিয়ে। বিবিসি লিখেছে মহাকুম্ভ মানবতার সবথেকে বড় মহাসঙ্গম।
এরপর একের পর এক বিদেশি মিডিয়া কোথায় কী বলা হয়েছে তা উল্লেখ করেন যোগী।
সেই সঙ্গেই যোগী সমাজবাদী পার্টিকেও একহাত নেন। তিনি বলেন, আজ সমাজবাদী পার্টি ডাঃ লোহিয়ার নাম নিচ্ছে। কিন্তু তারা তাদের আদর্শ থেকে সরে এসেছে। সমাজবাদী পার্টি ডাঃ লোহিয়ার আদর্শ, রীতি সব ভুলে গিয়েছে। তিনি বলেন, বিষ্ণু শংকর আর রাম ভারতের ঐক্যের ভিত্তি। কিন্তু সমাজবাদী পার্টি এটা মানতে চায় না।