নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ৬ যাত্রীকে নিয়ে প্রাথমিকভাবে নিখোঁজ ছিল এক হেলিকপ্টার। আশঙ্কা ছিল ৬ জনকে নিয়ে ওই হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে বলে। জানা যাচ্ছে, ওই হেলিকপ্টারে সওয়ার সকলেই দুর্ঘটনায় মারা গিয়েছেন। জানা গিয়েছে, বেলা ১০ টা নাগাদ ওই কপ্টারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে। তারপর থেকেই খুঁজে পাওয়া যায়নি হেলিকপ্টারকে।
জানা যাচ্ছে, ‘মানাং এয়ার’ এর ওই হেলিকপ্টার বিদেশী যাত্রীদের মাউন্ট এবারেস্টের আশপাশের এলাকা থেকে নিয়ে রওনা হয়েছিল। ৫ বিদেশী যাত্রী ও ১ জন ক্যাপ্টেন ছিলেন কপ্টারে। কপ্টারের ফিরে আসার কথা ছিল কাঠমান্ডুতে। তবে মাঝপথে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযো বিচ্ছিন্ন হওয়ায় এই কপ্টার ঘিরে জল্পনা ও আশঙ্কা তৈরি হয়। পরে নেপালের স্থানীয় চ্যানেল সূত্রে জানা যায় যে কপ্টার দুর্ঘটনার কবলে। বিমানবন্দরের অফিসার সাগর কাদেল জানিয়েছেন, আবহাওয়ার সমস্য়ার কারণে হেলিকপ্টারকে রুট পাল্টাতে হয়। নেপালের সোলুখুম্বুর সুকরে বিমানবন্দর থেকে উত্তরণ করে হেলিকপ্টারটি। ঘড়িতে তখন সময় বেলা ১০.০৪ মিনিট। এরপর ১০.১৩ মিনিট থেকেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই তথ্য জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার জ্ঞানেন্দ্র ভুল।
( Monsoon weather update: এমন বাদল দিন ৭০ বছরে দেখেনি চণ্ডীগড়, বর্ষণে দিল্লি ভাঙল রেকর্ড! জলমগ্ন উত্তরের বহু এলাকা)