অবসরের পরবর্তী জীবনের লক্ষ্যে বিনিয়োগের জন্য দারুণ সুযোগ দিচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)। সেই প্রকল্পের মাধ্যমে অবসরের পর প্রতি মাসে পেনশন পাওয়া যায়। মেলে একলপ্তে অর্থ। যে প্রকল্পের সুবিধা নিতে পারবেন ১৮ থেকে ৭০ বছরের বেতনভুক কর্মী, স্ব-নিযুক্ত পেশাদাররা।ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের বিষয়ে পেনশন ফান্ড রেগুলেটির ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় জানান, সেই পেনশন প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ পাওয়া যায়। যে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি, তাঁরা ইক্যুইটিতে নিজেদের ৭৫ শতাংশ তহবিল বিনিয়োগ করতে পারে। দু'লাখ টাকা কর ছাড়ের সুবিধা-সহ বাজারে চালু পেনশন প্রকল্পের মধ্যে অন্যতম সেরা রিটার্ন প্রদান করে। যে প্রকল্পের ফলে আখেরে বিনিয়োগকারীরা ব্যাপক লাভবান হন।একনজরে দেখে নিন ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের পাঁচটি সুবিধা, যা জানিয়েছেন পেনশন ফান্ড রেগুলেটির ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। প্রথমত, সেই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীর নিজেদের সুবিধা মতো যে কোনও পরিমাণ অর্থ দিতে পারেন। কত টাকা দিতে পারবেন, তার কোনও সর্বোচ্চসীমা নেই।দ্বিতীয়ত, যে দম্পতি পারিবারিক ব্যবসা চালান, পৃথক ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় তাঁরা পৃথক অ্যাকাউন্ট খুলতে পারেন। পেতে পারেন কর ছাড়ের সুবিধা। তার ফলে তাঁরা যখন ব্যবসা বন্ধ করে দেবেন, তখন একলপ্তে টাকা পাওয়া এবং মাসিক পেনশনের পথ প্রশস্ত করবে। তৃতীয়ত, সংস্থার প্রতি আনুগত্য বাড়ানোর জন্য নিয়োগকারীরা কর্মীদের ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের সুবিধা দিতে পারেন। তার ফলে শুধুমাত্র যে কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, তাই নয়, আয়কর আইনের ৩৬ (১) (৪এ) নম্বর ধারায় নিয়োগকারীরাও সেই অর্থকে ব্যবসায়িক সংক্রান্ত কারণে খরচ হিসেবে দেখাতে পারবেন।চতুর্থত, স্ব-নিযুক্ত পেশাদাররা ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের জন্য যে টাকা দেন, তা কর প্রদানের স্বার্থে পুরো বার্ষিক আয়ের ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। বেতনভুক্ত ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের উপভোক্তারাও কর ছাড়ের সুবিধা পেতে পারেন। যে প্রকল্পে টাকা দিয়েছেন নিয়োগকারীরা।পঞ্চমত, ব্যবসা বন্ধ হয়ে গেলেও নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন উদ্যোগপতিরা। যে কোনও ব্যবসায় ঝুঁকি থাকে। অনিশ্চয়তাও ঘিরে থাকে সব ব্যবসাকেই। কিন্তু ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে কেউ নিজের পেনশন সুরক্ষিত করতে পারেন। যা ব্যবসায়িক সংস্থার থেকে আলাদা হবে। কারণ ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্পের অ্যাকাউন্ট হল ‘ব্যক্তিগত পেনশন অ্যাকাউন্ট।’