অনিরুদ্ধ ধর
হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী কমল গুপ্তার দাবি পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর আগামী দুতিন বছরের মধ্যে ভারতের অংশ হয়ে যাবে। রোহতকে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানিয়েছেন। এএনআই সূত্রে খবর।
তিনি জানিয়েছেন, ২০১৪ সালের আগে আমরা এতটা শক্তিশালী ছিলাম না। কিন্তু আমরা এখন যথেষ্ট শক্তিশালী। পাকিস্তান আমাদের এলাকা দখল করে রেখেছে। সেখান থেকেও আওয়াজ উঠছে তারা ভারতে যোগ দিতে চায়। আগামী দু তিন বছরের মধ্যে যে কোনও সময়ে এই পাক অধিগৃহীত কাশ্মীর আমাদের দেশের অংশ হয়ে যাবে। আর সেটা একমাত্র মোদীই পারবেন।
হরিয়ানার আর্বান লোকাল বডিজ মিনিস্টার কমল গুপ্তা। বিরোধীদেরও তীব্র সমালোচনা করেন তিনি। এয়ার স্ট্রাইক নিয়ে প্রমাণ চেয়েছেনবিরোধীরা। তা নিয়ে এবার কমল গুপ্তা জয়চাঁদের কথা তুলে ধরেন। বিরোধীদের একহাত নিলেন তিনি। তিনি বলেন, আসলে পৃথ্বীরাজ চৌহান মারা গিয়েছিলেন দেশের কিছু জয়চাঁদের জন্য। আর সেই জয়চাঁদের মতো লোকজন আমাদের দেশে এখনও রয়েছে। সেনারা যে এয়ারস্ট্রাইক করেছিলেন তারও প্রমাণ চাইছেন আপনারা।
তিনি বলেন, যারা ভারতকে ভেঙেছিল তারাই এখন ভারত জোড়ার কথা বলছে। কেউ যদি দেশকে বিশ্বগুরু করতে পারে সে হল বিজেপি।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার তীব্র সমালোচনা করেছিলেন। তাঁর মতে একমাত্র বিজেপিই ভারতকে বিশ্বগুরু করতে পারে। এদিকে রাহুল গান্ধী সম্প্রতি নানা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী চিনের হুমকির ব্যাপারটি বুঝতেই পারেন না।পাশাপাশি রাহুল কটাক্ষ করে জানিয়েছিলেন যে মোদী বলেন কেউ আমাদের এলাকায় ঢুকতে পারে না। আসলে এসব বলে তিনি চিনকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছেন। জানিয়েছিলেন রাহুল।
এবার সেই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক কমল গুপ্তা। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, পাক অধিগৃহীত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের হাতে চলে আসবে। সেই সময়টাও তিনি জানিয়ে দিয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup