লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে‘ গ্রামে চলো’ কর্মসূচি চালাচ্ছে বিজেপি। গুজরাটেও জোর কদমে চলছে বিজেপির এই কর্মসূচি। তাতে যোগ দিয়ে একটি গ্রামে রাত কাটালেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গ্রামবাসীদের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরার পাশাপাশি যুবকদের মাদকের নেশা থেকে দূরে থাকে এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করলেন।
আরও পড়ুন: গুজরাটে তৈরি হবে ফাটাফাটি বন্দর শহর, জায়গা দেখা হচ্ছে, এবার লজ্জা পাবে দুবাই!
ক্ষমতাসীন বিজেপির গ্রামে চলো কর্মসূচিতে যোগ দিয়ে প্রচারে অংশগ্রহণ করেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি বানাসকাঁথা জেলার জলোত্রা গ্রামে এই কর্মসূচি চালান।শনিবার গ্রামের একটি মন্দিরে প্রার্থনার মাধ্যমে প্রচার শুরু করেন। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ওই গ্রামে এক রাত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেখানে মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কৃষিকাজ নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী বাসিন্দাদের ড্রিপ সেচ এবং জৈব চাষের প্রয়োজনীয়তার বিষয়ে অবগত করেন এবং এই পদ্ধতিতে চাষ করার জন্য গ্রামের কৃষকদের অনুরোধ করেন। তখনই যুবকদের মাদকের থেকে দূরে থাকতে এবং পড়াশোনা করার জন্য আবেদন করেন। উল্লেখ্য, ড্রিপ সেচ পদ্ধতিতে জল এবং সার দুটিই সংরক্ষণ করা। এই পদ্ধতিতে গাছের গোড়ায় জল দেওয়া হয়।