সোনার দামে ফের উত্থান, আস্থা ফিরছে বিনিয়োগকারীদের
1 মিনিটে পড়ুন Updated: 30 Apr 2020, 12:32 PM ISTসংকটকালে সোনায় বিনিয়োগের ঝোঁক বেড়েছে বলে চাহিদা বৃদ্ধি পেয়েছে।
সংকটকালে সোনায় বিনিয়োগের ঝোঁক বেড়েছে বলে চাহিদা বৃদ্ধি পেয়েছে।
বুধবার পতনের পরে বৃহস্পতিবার ভারতীয় বাজারে আবার উঠল সোনার দাম। এমসিএক্স সূচকে জুন গোল্ড ফিউচার্সের দর অনুযায়ী এ দিন সোনার দাম ০.৩৫% বেড়েছে। যার ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৫,৭০০ টাকা।
আন্তর্জাতিক বাজারে পড়তির জেরে গত তিন দিন যাবৎ সোনার দামে লাগাতার পতন দেখা গিয়েছে। গতকাল একধাক্কায় প্রতি ১০ গ্রামে ৫৬৬ টাকা পড়ে যায় দাম।
পাশাপাশি, এ দিন এমসিএক্স সূচকে ০.৫% বাড়ার ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪২,৭৫০ টাকা।
আরও পড়ুন: সোমবার থেকে রাজ্যের এই জেলাগুলিতে শর্তসাপেক্ষে খুলবে দোকান, চলবে বাস
চলতি মাসের গোড়ায় সোনার দাম রেকর্ড উঠে দাঁড়িয়েছিল প্রতি ১০ গ্রামে ৪৭,০০০ টাকা। তবে তার পর থেকেই নাগাড়ে ওঠানামা চলেছে প্রতিদিনের বাজারদরে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের জেরে ঝিমিয়ে পড়েছে অর্থনীতি। অধিকাংশ দেশের প্রধান ব্যাঙ্কগুলি আর্থিক পরিস্থিতি চাঙ্গা করতে বেশ কিছু সদর্থক নীতি নির্ধারণ করেছে। তা ছাড়া, শেয়ার বাজারে উল্লেখযোগ্য বৃদ্ধি না ঘটার কারণে সংকটকালে সোনায় বিনিয়োগের ঝোঁক বেড়েছে বলেও চাহিদা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: কবে বেরোবে মাধ্যমিকের ফল, আভাস দিলেন পার্থ